সাত ঘণ্টা গোলাগুলি, প্যারিসে খতম অন্তত দুই জঙ্গি, ধৃত পাঁচ

প্যারিসে দীর্ঘ ৭ ঘণ্টার জঙ্গি-পুলিশ সংঘর্ষ শেষ। দীর্ঘ গুলির লড়াই থেমে গিয়েছে। দুই জঙ্গি নিহত। অ্যাপার্টমেন্টের ভিতর থেকে লড়াই চালাচ্ছিল যে জঙ্গিরা, তাদের মধ্যে ৫ জনকে গ্রেফতারও করে নিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ১৭:০৭
Share:

প্যারিসে অভিযান ঘিরে তৎপরতা পুলিশ ও আধাসেনার। ছবি: এএফপি।

প্যারিসে দীর্ঘ ৭ ঘণ্টার জঙ্গি-পুলিশ সংঘর্ষ শেষ। দীর্ঘ গুলির লড়াই থেমে গিয়েছে। দুই জঙ্গি নিহত। অ্যাপার্টমেন্টের ভিতর থেকে লড়াই চালাচ্ছিল যে জঙ্গিরা, তাদের মধ্যে অন্তত ৫ জনকে গ্রেফতারও করে নিয়েছে পুলিশ।

Advertisement

ভোর থেকে সেন্ট ডেনিস এলাকায় জঙ্গি-পুলিশ লড়াই শুরু হতেই, ঘটনাস্থলে বিশাল বাহিনী পাঠিয়ে জঙ্গিদের পালাতে না পারা নিশ্চিত করে ফরাসি সরকার। সেন্ট ডেনিসে সংঘর্ষ শুরু হতেই এ দিন গোটা শহর জুড়ে আতঙ্ক ছড়ায়। অন্তত ৭টি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। দু’জন পুলিশকর্মী সংঘর্ষে জখম হন। নিহত জঙ্গিদের মধ্যে এক জন মহিলা বলে জানা গিয়েছে। সে আত্মঘাতী বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীকে ঘায়েল করার চেষ্টা করেছিল বলে খবর।

সেন্ট ডেনিস এলাকায় একটি বাড়িতে প্যারিস হামলার মূল চক্রী সালাহ আবদেসসালাম এবং আবদেল হামিদ লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু হয় সেই বাড়িটির ভিতর থেকে। প্রথমে হকচকিয়ে গেলেও ধাক্কা সামলে পাল্টা গুলি চালাতে শুরু করে পুলিশ। জঙ্গিরা এর পর বিস্ফোরণ ঘটাতে শুরু করে। তবে প্রস্তুতি নিয়েই এ দিন ময়দানে নেমেছিল ফরাসি পুলিশ। ফলে আচমকা হামলা চালিয়েও পালানোর পথ পরিষ্কার করতে পারেনি জঙ্গিরা। যে বাড়িতে তারা লুকিয়ে রয়েছে, সেটি সব দিক দিয়েই পুলিশ ঘিরে ফেলে। নিহত জঙ্গিদের মধ্যে প্যারিস হামলার মূল চক্রী আবদেল হামিদ রয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement