এফবিআইয়ের তদারকি প্রধান অ্যান্ড্রু ম্যাককাবে।
তিনি যা জানেন, সেনেটের গোয়েন্দা কমিটিকে তা জানাবেন। কোনও কিছুই গোপন রাখতে চান না তিনি। বৃহস্পতিবার এ কথা বললেন ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) তদারকি প্রধান অ্যান্ড্রু ম্যাককাবে।
নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে উতরে যেতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া সাহায্য করেছিল কি না, তার তদন্ত করছে এফবিআই। সেই কাজে হোয়াইট হাউস প্রভাব খাটানোর চেষ্টা করেছে কি না, মার্কিন সেনেটের গোয়েন্দা কমিটি তা এফবিআই প্রধানের কাছে জানতে চেয়েছিল। তাঁকে কমিটির সামনে হাজির হতে বলেছিল।
বৃহস্পতিবার সেই কমিটির সামনে হাজির হয়ে ম্যাককাবে বলেছেন, ‘‘আমি যা জানি, তাই জানাব। কোনও কিছু গোপন করা বা এড়িয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। তবে এইটুকু বলতে পারি হোয়াইট হাউস এফবিআইয়ের ওই তদন্তে এখনও পর্যন্ত নাক গলায়নি।’’ ঘটনা হল, কয়েক দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন জেমস বি কোমেকে। তাঁর জায়গাতেই তদারকি প্রধানের দায়িত্ব নিয়ে এসেছেন অ্যান্ড্রু ম্যাককাবে। সেনেটের ওই কমিটি এ দিন ম্যাককাবের কাছে জানতে চায়, তিনি কথা বলতে রাজি কি না। ম্যাককাবে চটজলদি জবাব দেন, ‘‘কেন বলব না! নিশ্চয়ই সব বলব। যা জানি, তাই জানাব। কোনও কিছুই গোপন রাখব না। আদত কথাটা কী জানেন স্যর, আমেরিকার নাগরিকদের নিরাপত্তা আর মার্কিন সংবিধানের সম্মান রক্ষায় যা যা করণীয়, এফবিআইয়ের সব কর্মীরা সব সময়েই আন্তরিক ভাবে সেই কাজটা করে যান। করে চলেন।’