কাবুলে বাসে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু

সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পূর্ব কাবুলের জালালাবাদ শহরে হঠাৎই একটি মিনিবাসে প্রবল বিস্ফোরণ ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ১৫:৩৩
Share:

ছবি: টুইটারের সৌজন্যে।

সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পূর্ব কাবুলের জালালাবাদ শহরে হঠাৎই একটি মিনিবাসে প্রবল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হলুদ রঙের ওই বাসে সরকারি কর্মীদের কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্য একটি সূত্র বলছে, বিস্ফোরণের সময় বাসটিতে কোনও সরকারি আমলা ছিলেন না। বাসটিতে একটি সংস্থার নিরাপত্তাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় বেশ কয়েক জন আহত ও নিহত হয়েছেন। তবে সঠিক সংখ্যাটা জানাতে পারেনি প্রশাসন।

Advertisement

বিস্ফোরণের পরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং এমারজেন্সি সার্ভিস। আসে প্রায় ২৪টি অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধারের কাজ চলছে পুরোদমে।

আরও পড়ুন: তাঁর সব যুদ্ধে কেন বার বার সেই আফগানিস্তান? জবাব খুঁজছেন ইউসুফ

Advertisement

মাস দু’য়েক আগেই মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুল। যদিও সে যাত্রায় হতাহত হননি কেউ। কিন্তু সে সময় হামলার দায় স্বীকার করে দেশ জুড়ে একের পর এক নাশকতা চালানোর হুমকি দিয়েছিল আফগানিস্তানের তালিবানরা। এরপর গত মাসে মার্কিন সেনার ড্রোন হানায় তালিবানি নেতা মুল্লাহ আখতার মনসুরের মৃত্যুর পর থেকেই নতুন করে তালিবানের হুমকির মুখে পড়েছিল আফগানিস্তান। যদিও এ দিনের এই হামলার দায় এখনও স্বীকার করেনি তালিবান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement