Tortoise

Giant Tortoise: চিড়িয়াখানা থেকে পালিয়ে রেললাইনে দৈত্যাকার কচ্ছপ, দেখে থেমে গেল ট্রেন

রবিবার থেকে নিখোঁজ ছিল বিশালাকার ‘সোয়ালো’ নামের কচ্ছপটি। স্থানীয় একটি বেসরকারি চিড়িয়াখানার বাসিন্দা সে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ০২:৪০
Share:

ছবি: সংগৃহীত।

রেললাইনের উপর দৈত্যাকার কচ্ছপ। তাকে দেখে থেমে গেল ট্রেন। বেশ খানিক ক্ষণ ওই লাইনে বন্ধ রইল ট্রেন চলাচল।

Advertisement

রবিবার থেকে নিখোঁজ ছিল বিশালাকার ‘সোয়ালো’ নামের কচ্ছপটি। স্থানীয় একটি বেসরকারি চিড়িয়াখানার বাসিন্দা সে। রবিবার সকাল থেকে তাকে দেখতে না পেয়ে রীতিতো হুলস্থুল পড়ে যায় চিড়িয়াখানায়। কর্মীরা খোঁজও শুরু করেন। অবশেষে তাঁর দেখা মেলে। কেমব্রিজগামী ট্রেন লাইনে। কিন্তু তত ক্ষণে তাকে দেখতে পেয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। একটি পশুপ্রেমী সংস্থা জানিয়েছে, আড়াই ফুট লম্বা কচ্ছপটির খোলে আঘাতের চিহ্ন রয়েছে।

ট্রেনের এক যাত্রী ডায়ান আকারস জানিয়েছেন, কচ্ছপটি আকারে খুব বড়। ট্রাকের একদিক ঘেঁসে সে চলছিল। ট্রেন থেমে যেতেই তিনি নেমে ছবি তুলে টুইট করেন। বিযয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তাঁরা প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে তারা তড়িঘড়ি স্থানীয় পশপ্রেমী সংস্থাকে বিষয়টি জানান। তারা এসে ‘সোয়াল’কে উদ্ধার করে ডায়ান জানিয়েছেন, কচ্ছপের জন্য প্রায় ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement