Elephant

দিনে দুপুরে গাড়িতে ‘ডাকাতি’ দুই হাতির, কেউ কিচ্ছু বলার সাহস দেখাচ্ছে না!

নাগালের মধ্যে এত আখ দেখে আর লোভ সংবরণ করতে পারেনি হাতি দু’টি। কখন জলখাবার জুটবে তার ঠিক নেই, তাই নিজেরাই নিজেদের বন্দোবস্ত করে ফেলল তারা। শুঁড় বাড়িয়ে পাশের ট্রাক থেকে কিছু আখ টেনে নিতে দেখা যায় হাতি দু’টিকে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৭
Share:

পাশের ট্রাক থেকে আখ খাচ্ছে হাতি। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

বিশালাকার দু’টি হাতি নিজেরাই নিজেদের জলখাবার যোগাড় করে নিচ্ছে। আর আশপাশের কয়েকজন সেটা দেখেও কিছু বলছেন না। পথ চলতি এক গাড়ির ক্যামেয়ার এমনই দৃশ্য ধরা পড়ল। ব্রিটেনের একটি ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি আপলোড হয়েছে। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি।

Advertisement

ভিডিয়োটি ‘ভাইরালহক’ নামে একটি ইউটিউব চ্যানেলে পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে কয়েকটি গাড়ি। তারই মধ্যে দাঁড়িয়ে রয়েছে দু’টি আখ ভর্তি ট্রাকও। আর তার ঠিক পাশেই দাঁড়িয়েছে আরও দু’টি ট্রাক। আর সেই ট্রাকগুলিতে সাধারণ কোনও সওয়ারি নয়, রয়েছে দু’টি পূর্ণবয়স্ক হাতি।

নাগালের মধ্যে এত আখ দেখে আর লোভ সংবরণ করতে পারেনি হাতি দু’টি। কখন জলখাবার জুটবে তার ঠিক নেই, তাই নিজেরাই নিজেদের বন্দোবস্ত করে ফেলল তারা। শুঁড় বাড়িয়ে পাশের ট্রাক থেকে কিছু আখ টেনে নিতে দেখা যায় হাতি দু’টিকে।

Advertisement

আরও পড়ুন: ক্যামেরার সামনেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধর পুলিশ কর্মীর!

এই গোটা ঘটনা হাতিগুলির পিছনে দাঁড়ানো একটি গাড়ির ভিতর থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে। সেটি ইউটিউবের ওই চ্যানেলে আপলোড করা হয়েছে ১০ ফেব্রুয়ারি। ঘটনাটি ৮ ফেব্রুয়ারি তাইল্যান্ডের নাখন সাওয়ান এলাকার বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: রতন টাটাকে ‘ছোটু’ সম্বোধন, মহিলার মন্তব্যে পাল্টা উত্তর দিলেন ৮২ বছরের ‘যুবক’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement