আইএস জঙ্গি ভেবে মিশরে পর্যটকদের উপর সেনা-হানা, হত ১২

তারা ভেবেছিল আইএস জঙ্গি। আর সে কারণেই কনভয়ের পিছনে ধাওয়া করেছিল সেনা ও পুলিশ। আর নিরাপত্তারক্ষীদের মারাত্মক ভুলে মিশরে প্রাণ গেল ১২ জন পর্যটকের। রবিবার মিশরের আল-ওয়াহাত এলাকার মরু অঞ্চলে এই ঘটনা ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৮
Share:

তারা ভেবেছিল আইএস জঙ্গি। আর সে কারণেই কনভয়ের পিছনে ধাওয়া করেছিল সেনা ও পুলিশ। আর নিরাপত্তারক্ষীদের মারাত্মক ভুলে মিশরে প্রাণ গেল ১২ জন পর্যটকের। রবিবার মিশরের আল-ওয়াহাত এলাকার মরু অঞ্চলে এই ঘটনা ঘটে।

Advertisement

মিশরের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, পশ্চিম মরু এলাকায় রবিবার পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল জঙ্গিদের ধাওয়া করে। এমনিতে এলাকাটি সংরক্ষিত। কিন্তু, সেই সময় কয়েকটি গাড়িতে করে কিছু পর্যটক ওই এলাকায় ঘুরছিলেন। ভুলবশত নিরাপত্তারক্ষীরা সেই কনভয়েই হামলা চালায়। তাতে ১২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু’জন মেক্সিকোর বাসিন্দা। আহত হয়েছেন ১০ জন। তবে, নিরাপত্তারক্ষীদের এই ভুলে ঠিক ক’জন বিদেশি নাগরিকের প্রাণ গিয়েছে, তা স্পষ্ট করে মিশর সরকার জানায়নি। মেক্সিকোর বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনায় তাদের দেশের অন্তত দু’জন নাগরিকের মৃত্যু হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট মিশর সরকারের কাছে এই ঘটনার তদন্ত দাবি করেছেন।

যদিও কায়রোর দাবি, আল-ওয়াহাতের ওই মরু অঞ্চলে বিদেশি পর্যটকদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। কারণ, ওটা আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই নিত্যনৈমিত্তিক ঘটনা। কী ভাবে সেখানে ওই পর্যটকরা পৌঁছলেন, তা খতিয়ে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement