ট্রাম্প-পুতিন বৈঠক কি নভেম্বরেই

বল্টনের সফরের প্রশংসা করে শোইগু বলেন, ‘‘আমাদের সম্পর্ক ফেরাতে এমন ছোট ছোট পদক্ষেপও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করব, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফর পারস্পরিক আস্থা ফেরাতে সাহায্য করবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০১:৫২
Share:

রাশিয়ার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে সম্প্রতিই ঠান্ডা যুদ্ধের সময়কার পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে সোমবার মস্কোয় পা রাখলেন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন।

Advertisement

আজ তিনি বৈঠক করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে। আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে বল্টনের। বল্টন তাঁকে জানান, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ স্মরণের অনুষ্ঠানে দু’দেশের প্রেসিডেন্ট প্যারিসে থাকবেন। সে সময় পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ট্রাম্প আগ্রহী।

বল্টনের সফরের প্রশংসা করে শোইগু বলেন, ‘‘আমাদের সম্পর্ক ফেরাতে এমন ছোট ছোট পদক্ষেপও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করব, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফর পারস্পরিক আস্থা ফেরাতে সাহায্য করবে।’’

Advertisement

তা হলে কি নতুন কোনও চুক্তির পথে হাঁটছে দু’দেশ? উত্তরে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ‘‘আপাতত নতুন কোনও চুক্তির সম্ভাবনা নেই। ১৯৮৭-র ওই চুক্তির প্রতি রাশিয়া এখনও দায়বদ্ধ।’’ তবে বিকল্পের সন্ধান না করে, আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে নিজেদের ইচ্ছে মতো অস্ত্র বানাতে শুরু করলে, তা ভয়ঙ্কর হবে বলে মন্তব্য করেন তিনি।

টিভিতে সম্প্রচারিত সাংবাদিক বৈঠতে মুখ না খুললেও, আমেরিকা যে চুক্তি ছে়ড়ে বেরোবেই তা এ দিন এক রেডিয়ো-সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন বল্টন। ওয়াশিংটন থেকে সুর চড়াচ্ছেন ট্রাম্পও। রাশিয়া এবং চিনকে ফের এক প্রস্ত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘বাকিরা বিচক্ষণতার পরিচয় না দিলে, আমরা আরও অস্ত্র বানাব। আমাদের অর্থের জোরও বেশি। চুক্তি সবাই মানলে, নিজে থেকেই অস্ত্র বানানো কমিয়ে দেব। কিন্তু এখনই নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement