ফাইল ছবি
ঋণখেলাপী ব্যবসায়ী মেহুল চোক্সীর বিরুদ্ধে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে যে মামলা চলছিল, সেটি প্রত্যাহার করে নিল ডোমিনিকান রিপাবলিক প্রশাসন।
সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত চোক্সীকে দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ করেছিল সিবিআই-ইডি। তার পরেই গত বছরের মে মাসে অ্যান্টিগুয়া থেকে বেপাত্তা হয়ে যান এই হিরে ব্যবসায়ী। ডোমিনিকায় খোঁজ মেলে তাঁর। গত বছরের ২৪মে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে চোক্সীকে গ্রেফতার করে ডোমিনিকা প্রশাসন। তবে শারীরিক অসুস্থতার কারণে গত জুলাইয়ে চোক্সীর জামিন মঞ্জুর করে ডোমানিকা হাই কোর্ট। এর পরেই অ্যান্টিগুয়ায় ফিরে যান চোক্সী। তার পরেও সেই মামলা চলছিল।
মামলা প্রত্যাহারের ঘটনায় চোক্সী খুশি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল। তিনি জানান, সত্যি সামনে আসবেই। গ্রেফতারের পরে চোক্সী জানিয়েছিলেন, অ্যান্টিগুয়ার জোলি হারবার থেকে তাঁকে অপহরণ করে ডোমিনিকায় নিয়ে যাওয়া হয়েছিল। তিনি অবৈধ ভাবে প্রবেশ করেননি।
প্রসঙ্গত ভারত থেকে পালানোর পরে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডায় আশ্রয় নেন চোক্সী। তার পরে সেখানকার নাগরিকত্ব নেন মেহুল চোক্সী।