New Political Party In Bangladesh

‘আম’ এ বার বাংলাদেশে! নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল, নেপথ্যে এ বার শিল্পগোষ্ঠী

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আম জনতা পার্টি’র মূল নেতা বাংলাদেশের অন্যতম শিল্প-বাণিজ্যগোষ্ঠী ডেসটিনি গ্রুপের প্রধান মহম্মদ রফিকুল আমিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৭:২৭
Share:
Destiny Group chief Rafiqul Amin launches new political party in Bangladesh

বৃহস্পতিবার ঢাকায় সে দেশের নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আম জনতা পার্টি’ আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের রাজনৈতিক ময়দানে আবার গঠিত হল নতুন রাজনৈতিক দল। ব্যবধান দু’মাসের। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আম জনতা পার্টি’ নামে ওই রাজনৈতিক দল।

Advertisement

গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (ন্যাশনাল সিটিজ়েন পার্টি বা এনসিপি) গঠিত হয়েছিল। ‘আম জনতা পার্টি’র নেতাদের মধ্যে রয়েছেন গত জুলাই-অগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া আর এক সংগঠন গণ অধিকার পরিষদের প্রাক্তন নেত্রী ফাতিমা তসনীম।

তবে নতুন রাজনৈতিক দলের মূল নেতা বাংলাদেশের অন্যতম শিল্প-বাণিজ্যগোষ্ঠী ডেসটিনি গ্রুপের প্রধান মহম্মদ রফিকুল আমিন। তাঁরই সভাপতিত্বে বৃহস্পতিবার ন’দফা কর্মসূচি ঘোষিত হয়েছে। আত্মপ্রকাশ পর্বেই ঘোষিত হয়েছে ২৯৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি। শিল্পপতি রফিকুল বলেন, ‘‘বৈষম্যহীন সমাজ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের আমজনতার মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করব।’’ রাজনীতির বাইরের পরিসর থেকে এসে ২০১২ সালে ‘আম আদমি পার্টি’ গড়ে ভারতের ভোট-রাজনীতিতে সফল হয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল। জাতীয় সংসদের আগামী পরীক্ষায় সাফল্যের পরীক্ষা বাংলাদেশের ‘আম’-এর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement