India- Russia

মস্কোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় দিল্লি

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মস্কোতে জানিয়েছেন, ভারত সর্বদা তার রুশ বন্ধুদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পরে এই বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৮:২৫
Share:

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

ভূকৌশলগত চাপ এবং আমেরিকার রক্তচক্ষু থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বহাল রাখাই নয়, সহযোগিতাকে আরও গভীর ও প্রসারিত করার জন্য তৎপর। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মস্কোতে
এ কথা বলেছেন।

Advertisement

তাঁর কথায়, ভারত সর্বদা তার রুশ বন্ধুদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পরে এই বার্তা দিয়েছেন রাজনাথ। পুতিনের সঙ্গে বৈঠকে রাজনাথ এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তোলেন এবং সেগুলি দ্রুত ভারতে সরবরাহের
অনুরোধ করেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে সামরিক ও সামরিক সহযোগিতা সম্পর্কিত ভারত-রাশিয়া আন্তঃ-সরকারি কমিশনের একুশতম অধিবেশনে যোগ দিতে রাশিয়া গিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, ‘‘ভারত ও রাশিয়ার বন্ধুত্ব সর্বোচ্চ পর্বতের থেকেও উচ্চতর এবং গভীরতম সমুদ্রের চেয়ে গভীর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement