Texas

রাস্তায় ধসে তলিয়ে গেল দুই গাড়ি, এক প্রাণ

টেক্সাসের সান আন্তনিওর রাস্তায় ভয়াবহ ধসে মৃত্যু হল এক মহিলার। আহত এক। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। কোনও ‘ডেঞ্জার জোন’ সংকেত ছাড়াই ব্যস্ত সড়কে এমন গর্ত থাকায় বড়সড় প্রশ্নের মুখে সান আন্তনিও প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৯
Share:

ছবি- সান আন্তনিও ফায়ার ডিপার্টমেন্ট

Advertisement

টেক্সাসের সান আন্তনিওর রাস্তায় ভয়াবহ ধসে মৃত্যু হল এক মহিলার। আহত এক। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। কোনও ‘ডেঞ্জার জোন’ সংকেত ছাড়াই ব্যস্ত সড়কে এমন গর্ত থাকায় বড়সড় প্রশ্নের মুখে সান আন্তনিও প্রশাসন।

বছরখানেক আগে পুরনো ড্রেনের পাইপলাইন পাল্টাতে সান আন্তনিওর কুইনতানা রোডে খোড়াখুড়ি করা হয়েছিল। এখানকার শিল্পাঞ্চলে প্রায় এক দশকের বেশি পুরনো একাধিক পাইপলাইন রয়েছে। তবে কী কারণে হঠাত্ রাস্তায় এমন ভয়াবহ ধস নামল, এ নিয়ে সান আন্তনিওর প্রশাসন এখনও সরকারি ভাবে কিছু জানাননি। স্থানীয়দের দাবি, প্রবল বৃষ্টির জেরে ওই পুরনো পাইপ ফেটে রাস্তায় বড়সড় গর্ত হয়েছে।

Advertisement

ছবি- সান আন্তনিও ফায়ার ডিপার্টমেন্ট

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত মহিলা বেক্সার কান্ট্রি শেরিফের আধিকারিক ডোরা লিন্ডা নিশিহারা। ৪ ডিসেম্বর অফিস যাওয়ার পথে গর্তের মধ্যে আটকে পড়ে নিশিহারার গাড়ি। প্রায় ১০ ফুট গভীর গর্তের মধ্যে পড়ে যায় গাড়িটি। গর্ত থেকে বেরিয়ে আসা নর্দমার প্রবল জলস্রোতে কিছুতেই বের হতে পারেননি নিশিহারা। ঘটনাস্থলেই মারা যান তিনি। সেই গর্তে আরও একটি গাড়ি আটকে গিয়েছিল। তবে, গাড়িতে থাকা ৬০ বছরের এক মধ্যবয়স্ককে উদ্ধার করেন স্থানীয়রা।

আরও পড়ুন- এ বার টাইটানিক বানাচ্ছে চিন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement