ব্যাগের চেন খুলতেই দেখা যায়, ওই ব্যক্তি তখনও বেঁচে রয়েছেন। ছবি: সংগৃহীত
কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভেবে মৃতদেহটি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালের কর্মীরা। শেষকৃত্য করার জন্য শবযানে উঠিয়েও দিচ্ছিলেন তাঁরা। হঠাৎ নড়াচড়া করে উঠল ‘মৃতদেহ’। ব্যাগের চেন খুলতেই দেখা যায়, ওই ব্যক্তি তখনও বেঁচে রয়েছেন। জীবন্ত অবস্থাতেই তাঁকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল।
রবিবার ঘটনাটি ঘটেছে সাংহাই-এর পুটুও জেলায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি চিনের এক পেনশনভোগী বাসিন্দা। হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন, কী করে জীবিত অবস্থাতেও তাঁকে মৃতদেহের ব্যাগে চালান করা হয়েছিল।
আপাতত ওই ব্যক্তিকে হাসপাতালেই রাখা হয়েছে। সাংহাইয়ে কোভিড সংক্রমণ বা়ড়ছে বিপুল পরিমাণে, বাড়ছে মৃতের সংখ্যাও। কিন্তু বেঁচে থাকা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেওয়ার মতো ঘটনা ভয়ানক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।