COVID-19

Covid 19: শুধু গরুকে আলিঙ্গন করতে ঘণ্টায় ১৪ হাজার ৫৮৫ টাকা খরচ করছেন এঁরা!

শরীরে কোভিডের পাশাপাশি আরও এক ‘অতিমারি’র শিকার বিশ্ববাসী। অবসাদ।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১৭:৩১
Share:

গরুকে আলিঙ্গন।

আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখাও যাচ্ছে না। এমতাবস্থায় শরীরে কোভিডের পাশাপাশি আরও এক ‘অতিমারি’র শিকার বিশ্ববাসী। অবসাদ।

Advertisement

এই অবসাদ কাটাতে তাই অভিনব উপায়ের সাহায্য নিচ্ছেন আমেরিকাবাসী। গরুর সঙ্গে মেলামেশা শুরু করে দিয়েছেন তাঁরা! যার পোশাকি নাম ‘কাউ কাডলিং’। অর্থাৎ গরুকে আলিঙ্গন। রীতিমতো মোটা টাকা খরচ করে দিনের একটি দীর্ঘ সময় গরুর সঙ্গে সময় কাটাচ্ছেন। আমেরিকার সংবাদমাধ্যমের খবর, সে দেশে নাকি গরুর সঙ্গে সময় কাটানোর জন্য প্রতি ঘণ্টায় ১৪ হাজার ৫৮৬ টাকা (২০০ ডলার) করে দিতে হয় তাঁদের।

‘কাউ কাডলিং’ নতুন নয়। এর উদ্ভাবন নেদারল্যান্ডসে। অতিমারির জেরে তা ক্রমশ এখন আমেরিকায় জনপ্রিয় হয়ে উঠেছে। এটি রীতিমতো ব্যবসায় পরিণত হয়েছে। টাকার বিনিময়ে গরুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন তাঁরা। কখনও গরুকে জড়িয়ে শুয়ে থাকছেন কখনও গরুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, কখনও আবার বেহালা বাজিয়ে গরুকে শোনাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement