Gaza War

প্যালেস্টাইনি প্রতিবাদীকে ফেরানোয় সায় কোর্টের

ত্রিশ বছর বয়সি খলিল ২০২৪ সাল থেকে গ্রিন কার্ডধারী। গত বছরই গাজ়ায় যুদ্ধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে তিনি ছিলেন অন্যতম মুখ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৯:১৫
Share:
রায়ের বিরুদ্ধে আর্জি দাখিল করার জন্য আগামী ২৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

রায়ের বিরুদ্ধে আর্জি দাখিল করার জন্য আগামী ২৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। —প্রতীকী চিত্র।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সূত্রে ধৃত স্নাতক পড়ুয়া মহম্মদ খলিলকে ফেরত পাঠাতে পারে ট্রাম্প প্রশাসন, জানাল অভিবাসন আদালত। আমেরিকার স্থায়ী নাগরিক খলিলকে অবশ্য এই রায়ের বিরুদ্ধে আর্জি দাখিল করার জন্য আগামী ২৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ত্রিশ বছর বয়সি খলিল ২০২৪ সাল থেকে গ্রিন কার্ডধারী। গত বছরই গাজ়ায় যুদ্ধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদে তিনি ছিলেন অন্যতম মুখ। তাঁকে কোনও দুষ্কর্মের ধারায় অভিযুক্ত করা হয়নি। এ ক্ষেত্রে ঠান্ডা যুদ্ধের সময়ের একটি অভিবাসন আইনের উল্লেখ করে বলা হয়েছে, আমেরিকায় খলিলের থাকাটা সে দেশের বিদেশ নীতির পরিপন্থী। বিচারক বলেছেন, সেই দাবি আপাত ভাবে যুক্তিগ্রাহ্য।

শুক্রবারের এই রায়ের পরে খলিল কোর্টে বলেন, “গত বার বলা হয়েছিল— কোর্টের কাছে মৌলিক অধিকার ও সুবিচারের থেকে কোনও কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়। আজ এবং এই পুরো প্রক্রিয়াটায় এই দুই নীতির কোনওটাই ছিল না। সেই কারণেই ট্রাম্প প্রশাসন আমাকে এই আদালতে পাঠিয়েছে, পরিবারের থেকে হাজার মাইল দূরে।” সংবাদ সংস্থা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন