ছবি: সংগৃহীত।
নোভেল করোনাভাইরাস সংক্রমণের আবহে হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ ফরোয়ার্ডে রাশ টানতে পদক্ষেপ করলেন ফেসবুক কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়ার পরে অনেকেই তা যাচাই করেন না। সেই মেসেজ এক সঙ্গে অনেকের কাছে ফরোয়ার্ড করেন। ফরোয়ার্ড করেন বিভিন্ন গ্রুপেও। সেটা রুখতেই এ বার একসঙ্গে পাঁচ জন নয়, কেবলমাত্র এক জনকেই মেসেজ ফরোয়ার্ড করা যাবে।
করোনা নিয়ে ভুল তথ্য হোক বা লকডাউন নিয়ে বিভ্রান্তিকর খবর— এগুলি ছড়িয়ে পড়ার প্রধান মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। ফলে অতিদ্রুত ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে জানিয়েছেন, এ বার থেকে মেসেজ, ছবি বা ভিডিয়ো এক বারে মাত্র এক জনকেই ফরোয়ার্ড করা যাবে। এত দিন এক সঙ্গে পাঁচ জনকে কোনও মেসেজ ফরোয়ার্ড করা যেত। কিন্তু এ বার আর তা করা যাবে না। গত মাসেই হোয়াটসঅ্যাপ তাঁর গ্রাহকদের জন্য একটি নয়া ফিচার এনেছে। হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে ফরোয়ার্ড করা মেসেজের সত্যতা যাচাই করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
বিশ্ব জুড়ে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পরে বহু দেশে লকডাউন। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, লকডাউন চলাকালীন হোয়াটসঅ্যাপ ব্যবহার ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, হোয়াটসঅ্যাপে যে সব মেসেজ ফরোয়ার্ড হচ্ছে তার একটা বড় অংশ ভুয়ো এবং ভুল তথ্য সম্বলিত। যা কিনা করোনা আতঙ্ককে বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপের নয়া পদক্ষেপ অবশ্যই ইতিবাচক।
আরও পড়ুন: রাশ টানল ইটালি, বেসামাল আমেরিকা, বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ১৩ লক্ষ
নিজের লেখা টেক্সট মেসেজ ও ফরোয়ার্ড করা মেসেজের পার্থক্য বোঝাতে ২০১৯ সালে নতুন ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। ফলে কোনও ছবি, টেক্সট মেসেজ বা ভিডিয়ো ফরোয়ার্ড করলে তার উপরে ‘ফরোয়ার্ড’ কথাটি লেখা থাকে। ফলে ফরোয়ার্ড করা মেসেজ চিহ্নিত করা যায়। এ বার ভুয়ো মেসেজ ছড়ানো বন্ধে উদ্যোগী হল হোয়াটসঅ্যাপ।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)