Coronavirus in world

করোনায় বন্দি দশার মধ্যেই জন্মদিনে গোটা বিশ্বের শুভেচ্ছা পৌঁছল কিশোরে কাছে

ব্র্যান্ডনের সেই ম্যাপে দেখা যাচ্ছে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আরব এমনকি ভারতের উপর চিহ্ন। এই সব জায়গা থেকে তার কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

হিউস্টন শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৫:৩৬
Share:

ম্যাপ হাতে ব্র্যান্ডন। ছবি: টুইটার থেকে নেওয়া।

প্রায় গোটা বিশ্ব এখন লকডাউন। বাইরে একসঙ্গে বেরনো, জমায়েত, পার্টি সব বন্ধ। তাই ইচ্ছে থাকলেও ছেলের জন্মদিনেও কাউকে নেমন্তন্ন করতে পারছেন না বাবা। তা বলে কী আর সেলিব্রেশন বন্ধ থাকবে! সেলিব্রেশন যেমন হল তেমন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ১২ বছরের ব্র্যান্ডনকে শুভেচ্ছা জানালেন।

Advertisement

আমেরিকার হিউস্টনের বাসিন্দা, লেখক জোডি স্মিথের ছেলে ব্র্যান্ডনের ১২তম জন্মদিন ছিল শনিবার। কিন্তু এই দিনটি এই বছর আর সে ভাবে উদযাপন করা সম্ভব নয়। তাই ছেলের যাতে মন খারাপ না হয় তার জন্য এক অভিনব রাস্তা খুঁজে বের করেছেন জোডি। শনিবার তিনি তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।

জোডি পোস্টে লিখেছেন, “ব্র্যান্ডনের জন্মদিনে আমি পার্টি দিতে পারছি না, যেটা তার প্রাপ্য ছিল। ব্র্যান্ডন ভূগোল ভালবাসে। তাই আপনারা যেখানে আছেন সেখান থেকে যদি এই টুইটে রিপ্লাই করেন বা রিটুইট করেন তবে ব্র্যান্ডন ম্যাপে সেই জায়গটা চিহ্নিত করবে।”

Advertisement

আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে ১০৭ বছরের মহিলা হারিয়ে দিলেন করোনাভাইরাসকে

এই পরিস্থিতিতে এক জন বাবার এমন আবেদনে সাড়া দিতে কার্পণ্য করেননি বিশ্বের নানান প্রান্তের মানুষ। ওই টুইটেই একাধিক রিপ্লাই করে জোডি দেখিয়েছেন কোথা কোথা থেকে মানুষ ব্র্যান্ডনকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্র্যান্ডনের সেই ম্যাপে দেখা যাচ্ছে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আরব এমনকি ভারতের উপর চিহ্ন। এই সব জায়গা থেকে তার কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: মুখাবরণ না থাকলে মিলছে না পেট্রল, ডিজেল, সিএনজি

এখনও পর্যন্ত জোজির এই টুইটে কমেন্ট পড়েছে প্রায় এক লাখ ছ’ হাজার। রিটুইট হয়েছে প্রায় ৩৫ হাজার। লাইক পেয়েছে এক লাখ ২৬ হাজারের উপর। যে সংখ্যা বেড়েই চলেছে।

দেখুন সেই টুইট:

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement