মানুষকে ঘরে আটকে রাখতে ঘুরে বেড়াচ্ছে 'ভুত'। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনার অতঙ্কের মাঝেই ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের এক গ্রামে শুরু হয়েছে ‘অতৃপ্ত আত্মা’-র আনাগোনা। তার ভয়ে এবার ঘর থেকে বার হওয়া বন্ধ করে দিয়েছেন এলাকার মানুষ। আর এই ভূতের আমদানি করেছে স্থানীয় প্রশাসনই।
আসলে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে চাইছে প্রশাসন। কিন্তু অনেকেই ঘরে না থেকে বেরিয়ে পড়ছেন। যেমন ইন্দোনেশিয়ার কেপুহ গ্রামের বাসিন্দারা। স্থানীয় প্রশাসন তাই এই পোকং নিয়ে এসেছে। স্থানীয় ভাষায় পোকং-এর অর্থ ভূত। পুলিশ প্রশাসন কেপুহ গ্রামের যুবকদের সঙ্গে কথা বলে এই ভূতের ব্যবস্থা করেছে।
প্রশাসন জানিয়েছে, এই গ্রামের মানুষ এখনও করোনভাইরাস সম্পর্কে সচেতন নন। তাই তাঁদের ঘরে রাখার জন্য গ্রামরক্ষী বাহিনীর কিছু সদস্যকে ভূত সাজানো হয়েছে। তাঁরা শরীরে সাদা কাপড় জড়িয়ে, মুখে পাউডার মেখে ঘুরে বেড়াচ্ছেন। আর এতে নাকি কাজও হচ্ছে। মানুষ এখন আগের থেকে কম বাইরে বার হচ্ছেন।
আরও পড়ুন: ‘শাহরুখকে আর এমন স্টান্ট করতে হবে না’, করোনা সচেতনতায় বার্তা পুলিশের
আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে ১০৭ বছরের মহিলা হারিয়ে দিলেন করোনাভাইরাসকে
দেখুন সেই ভিডিয়ো:
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)