Coronavirus

করোনায় মৃত্যুমিছিল, নিউইয়র্কের গণকবরে থরে থরে কফিন

যে সমস্ত মৃতদেহ কেউ নিতে আসছেন না বা যাঁদের পরিবারের খোঁজ মেলেনি, সেই মৃতদেহগুলিকে দু’সপ্তাহ পর্যন্ত মর্গে রাখার পর গণকবর দেওয়া শুরু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নিউইয়র্ক শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৮:৩৫
Share:

এই দৃশ্যই ধরা পড়েছে ড্রোন ফুটেজে।ছবি: রয়টার্স।

করোনার প্রকোপে লাগাতার মৃত্যুসংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মর্গেও জায়গা কুলোচ্ছে না। বেওয়ারিশ দেহ সরাতে তাই এ বার গণকবর দেওয়া শুরু হল নিউইয়র্কে। ড্রোন থেকে সেই ছবি ধরা পড়েছে, তাতে সার সার সাজানো কফিন একসঙ্গে মাটি চাপা দিতে দেখা গিয়েছে।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই নোভেল করোনা সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সেখানে প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। একসঙ্গে এত মৃতদেহ সরাতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ।

তাই যে সমস্ত মৃতদেহ কেউ নিতে আসছেন না বা যাঁদের পরিবারের খোঁজ মেলেনি, সেই মৃতদেহগুলিকে দু’সপ্তাহ পর্যন্ত মর্গে রাখার পর গণকবর দেওয়া শুরু হয়েছে। এর জন্য লং আইল্যান্ড সাউন্ডের পশ্চিম প্রান্তের হার্ট আইল্যান্ডকেই বেছে নেওয়া হয়েছে।

Advertisement

এই ফুটেজই সামনে এসেছে।

আরও পড়ুন: ধুঁকছে আমেরিকা, মৃতের সংখ্যা লাখ ছাড়ানোর আশঙ্কা হোয়াইট হাউসের​

একমাত্র জলপথেই ১.৬ কিলোমিটার দীর্ঘ হার্ট আইল্যান্ডে পৌঁছনো সম্ভব। পরিজনদের সৎকার করার সামর্থ্য যাঁদের নেই, এত দিন সেইসমস্ত পরিবারই ওই জায়গাটিকে সমাধিক্ষেত্র হিসাবে ব্যবহার করত। জেলবন্দি অবস্থায় কারও মৃত্যু হলেও, সেখানেই কবর দেওয়া হত।

এত দিন সপ্তাহে একবারই ওই আইল্যান্ডে প্রায় ২০-২৫টি দেহ সমাধিস্থ করা হত। কিন্তু করোনার প্রকোপে যে হারে মৃত্যুমিছিল শুরু হয়েছে, তাতে মার্চ মাস থেকে সপ্তাহে পাঁচ দিন ২০-২৫টি দেহ একসঙ্গে কবর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আমেরিকায় করোনায় মৃত কমপক্ষে ৪০ ভারতীয়​

পরিস্থিতি যত দিন পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে, তত দিন হার্ট আইল্যান্ডকেই গণকবরের জায়গা হিসাবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নিউইয়র্ক সংশোধন (কারা) দফতরের মুখপাত্র জেসন কার্টসন। তবে এত দিন জেলের কয়েদিরাই মৃতদেহ সমাধিস্থ করার কাজ করতেন, কিন্তু এই মুহূর্তে ঠিকা কর্মী নামিয়ে কাজ সারা হচ্ছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement