ক্রিস্টোফার রে। —ফাইল চিত্র, রয়টার্স।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের দায়িত্বে এলেন ক্রিস্টোফার রে। সেনেটের ৯২-৫ ভোটে এফবিআই প্রধানের পদে এসেছেন রে।
এফবিআইয়ের মতো প্রতিষ্ঠান চালাতে জেমস কোমি ব্যর্থ— প্রাথমিক ভাবে এই অভিযোগ তুলে গত মে মাসে তাঁকে বরখাস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ বছর বয়সি নয়া অধিকর্তা ক্রিস্টোফার রে দায়িত্ব পাওয়ার পরে সেনেটের জুডিশিয়ারি কমিটির সদস্য ডায়ান ফেনস্টেন বলেছেন, ‘‘এফবিআই আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। তার জন্য এক জন যোগ্যতাসম্পন্ন নেতার প্রয়োজন, যিনি আইনের শাসনের প্রতি দায়বদ্ধ থাকবেন এবং সংস্থার স্বাধীনতা রক্ষা করে চলবেন।’’ ফেনস্টেনের মতে, ‘‘আমার বিশ্বাস, ক্রিস্টোফার রে সেই দায়িত্ব সামলাতে পারবেন।’’
এর পাশাপাশি ডায়ানের দাবি, ‘‘উনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওঁকে বেআইনি কোনও কাজ করতে বললে উনি ইস্তফা দেবেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে স্পেশ্যাল কাউন্সেল রবার্ট মুলার যে তদন্ত চালাচ্ছেন, তাতে কোনও প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা-ও মেনে নেবেন না ক্রিস্টোফার।’’