নোটের জীবাণুমুক্ত করছেন মহিলা। ছবি টুইটার থেকে সংগৃহীত।
করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকেই নিজেদের মতো করে সতর্কতা অবলম্বন করছেন। কেউ শরীর ঢাকা পোশাক পরে রাস্তায় বেরচ্ছেন, তো কেউ নিজের গোটা ঘরকেই মুড়ে ফেলছেন প্লাস্টিকের মোড়কে। কিন্তু সম্প্রতি চিনের এক মহিলা যা করেছেন তা বোধহয় ছাপিয়ে গিয়েছে সব কিছুকেই।
নোটের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই মহিলা নোট জীবাণু মুক্ত করতে উদ্যত হয়েছিলেন। সেই কাজ করতে গিয়ে তিনি পুড়িয়ে ফেলেছেন ২৮ হাজার টাকারও বেশি নোট।
চিনের এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই মহিলার নাম আন্ট লি। তিনি থাকেন চিনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন প্রদেশে। চিনের সিআইটিআইসি ব্যাঙ্কের শাখা থেকে নোটগুলি তুলে এনেছিলেন তিনি। তার পরই তা জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভে ভরেছিলেন। তা করতে গিয়েই পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই নোটগুলি।
আরও পড়ুন: রাজমুকুটের ভার: ব্রিটেনের রানির অভিযোগের জবাবে নেটিজেনরা বললেন...
আরও পড়ুন: সমুদ্রের গভীরে বিয়ের প্রস্তাব পেয়ে প্রেমিকা কী করলেন দেখুন