ব্যারনের পাশে চেলসি ক্লিন্টন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের সব চেয়ে ছোট ছেলে ব্যারনের পাশে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট-কন্যা চেলসি ক্লিন্টন বলেছিলেন, ‘‘প্রত্যেক বাচ্চা বাচ্চার মতো থাকতে যা সুযোগ পায়, ওরও তা-ই পাওয়া উচিত।’’

Advertisement

ওয়াশিংটন

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ০১:৪৩
Share:

চেলসি ক্লিন্টন। ফাইল চিত্র।

আগেও করেছেন। ফের করলেন। ব্যারন ট্রাম্পকে নিয়ে সমালোচনার জবাব দিলেন চেলসি ক্লিন্টন।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের সব চেয়ে ছোট ছেলে ব্যারনের পাশে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট-কন্যা চেলসি ক্লিন্টন বলেছিলেন, ‘‘প্রত্যেক বাচ্চা বাচ্চার মতো থাকতে যা সুযোগ পায়, ওরও তা-ই পাওয়া উচিত।’’

নয়া বিতর্কে সেই চেলসি ফের সমর্থন করলেন ব্যারনকে। এ বার এই কিশোরের পোশাক নিয়ে আপত্তি তুলেছে একটি ওয়েবসাইট। গত রবিবার নিউ জার্সি থেকে ওয়াশিংটন আসার পথে বিমানবন্দরে সপরিবার প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবি প্রকাশিত হয়। যাতে ব্যারনকে দেখা গিয়েছে, বাদামি রঙের শর্টস আর লাল টি-শার্টে। তাই নিয়েই প্রশ্ন তোলেন সাইটের লেখক ফোর্ড স্প্রিঙ্গার। তাঁর মতে, ‘‘পুঁচকে ট্রাম্পের তো প্রেসিডেন্টের ছেলে হিসেবে দায়িত্ব পালন করতে হয় না। তবে প্রকাশ্যে অন্তত ঠিকঠাক পোশাক পরে তো আসতে পারত।’’ এর পরেই চেলসি ওই লেখার সমালোচনায় টুইটে লেখেন, ‘‘সংবাদমাধ্যম বা অন্যরা দয়া করে ব্যারনের পিছু ছাড়ুন। ওকে ওর মতো বড় হতে দিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement