Acid Rain

Acid Rain: সমুদ্রে জ্বলছে রাসায়নিক ভর্তি জাহাজ, অ্যাসিড বৃষ্টির আশঙ্কায় কাঁপছে শ্রীলঙ্কা

পরোক্ষ ভাবে ভারতের সঙ্গেও সম্পর্ক রয়েছে এই অ্যাসিড বৃষ্টির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৩:৪০
Share:

উপকূলের কাছে জ্বলছে জাহাজ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

এক করোনায় রক্ষে ছিল না। এ বার অ্যাসিড বৃষ্টির আশঙ্কায় চরম সতর্কতা জারি হল শ্রীলঙ্কায়। রাসায়নিক বোঝাই এক জাহাজ এক সপ্তাহ ধরে জ্বলছে সেখানে। তাতেই অ্যাসিড বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে সে দেশের পরিবেশ দফতর। দুর্যোগ থেকে দেশবাসীকে সতর্ক থাকতেও বলা হয়েছে।
গত সপ্তাহে কলম্বো উপকূল থেকে সাড়ে ৯ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরের মালবোঝাই জাহাজ ‘এমভি এক্সপ্রেস পার্ল’-এ আগুনে লাগে। গুজরাতের হাজিরা বন্দর থেকে প্রসাধনী তৈরির উপকরণ ও রাসায়নিক নিয়ে কলম্বো যাচ্ছিল সেটি। এ ছাড়াও জাহাজের ট্যাঙ্কে ৩২৫ মেট্রিক টন জ্বালানি ছিল। ১ হাজার ৪৮৬টি পাত্রে রাখা ছিল প্রায় ২৫ টন নাইট্রোজেন ডাইঅক্সাইডও।
আগুন এবং ধোঁয়ার সঙ্গে নির্গত নাইট্রজেন ডাইঅক্সাইড থেকেই অ্যাসিড বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সে দেশের সামুদ্রিক পরিবেশ সুরক্ষা সংস্থার চেয়ারপার্সন দর্শনী লাহান্ডাপুরা। বিশেষত উপকূল এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement