জাস্টিন ট্রুডো। —ফাইল চিত্র।
নিজের দলের মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অসন্তোষ জমা হয়েছে। সম্প্রতি তাঁর দলের অন্তত ২০ জন এমপি লিখিত ভাবে জানিয়েছেন, তাঁরা চান সামনের নির্বাচনের আগে পদত্যাগ করুন ট্রুডো। চতুর্থ বারের জন্য তাঁকে ‘সিংহাসনে’ দেখতে চান না তাঁদের কেউ-ই। যদিও দলের নেতাদের অন্তর্দ্বন্দ্ব কার্যত উপেক্ষা করে তিনি বলে চলেছেন, দলে একতা রয়েছে। আজ আরও এক ধাপ এগিয়ে ট্রুডো ঘোষণা করেছেন, আগামী নির্বাচনেও তিনি ‘লিবারাল পার্টি’কে নেতৃত্ব দেবেন।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ২৩ অক্টোবর তাঁর দলের এমপিদের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রুডো। তখনই তিনি জানতে পারেন, ২০ জনেরও বেশি এমপি তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চান না। কিন্তু এ দিন ট্রুডো বলেন, ‘‘সবচেয়ে ভাল যা করা যায়, তা মাথায় রেখে সদর্থক আলোচনা চলছে। তবে যা-ই হোক, আমার নেতৃত্বেই সামনের নির্বাচনে চলবে দল।’’
ট্রুডোর ক্যাবিনেট মন্ত্রীদের বক্তব্য, হাউস অব কমন্সে উপস্থিত ১৫৩ জন লিবারাল পার্টি সদস্যের মধ্যে বেশির ভাগই বর্তমান প্রধানমন্ত্রীকে সমর্থন করেন। ফলে জনা কুড়ি এমপি বিরোধিতা করলেও তাতে অসুবিধা নেই। ট্রুডোর পদত্যাগের দাবিতে যাঁরা চিঠি দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম এক লিবারাল এমপি শন ক্যাসি। তিনি হতাশা প্রকাশ করে বলেছেন, ‘‘উনি এতটুকু সময় নিয়ে ভেবে পর্যন্ত দেখেননি। উনি ভাবছেন, যা বলার বলা হয়ে গিয়েছে। ট্রুডো হয়তো যা দেখতে পাচ্ছেন, আমরা সেটা পাচ্ছি না।’’