Donald Trump

‘আমাদের এত দিনের সম্পর্ক শেষ’! ট্রাম্পকে দুষে মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে যুদ্ধঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির জবাব লড়াইয়ের মাধ্যমেই দেওয়ার কথা বলেছেন কার্নে। তিনি বলেন, “আমেরিকার শুল্কনীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। পাল্টা শুল্ক ঘোষণা করব।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১০:৫৭
Share:
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। মার্ক কার্নে (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। মার্ক কার্নে (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকার সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করল পড়শি রাষ্ট্র কানাডা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশ করার পর থেকেই দু’দেশের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। বুধবার ট্রাম্প আমেরিকায় রফতানি করা সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করার পরেই এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নে। তার পরেই তিনি জানান, আমেরিকা এবং কানাডার ‘পুরনো বন্ধুত্ব’ শেষ।

Advertisement

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির জবাব লড়াইয়ের মাধ্যমেই দেওয়ার কথা বলেছেন কার্নে। তিনি বলেন, “আমেরিকার শুল্কনীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। পাল্টা শুল্ক ঘোষণা করব। এর ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমেরিকাতেই। আর সামান্য প্রভাব পড়বে কানাডায়।”

বুধবার ট্রাম্প যখন গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশে শুল্ক চাপানোর কথা ঘোষণা করছেন, সেই সময় ভোটপ্রচারে বেরিয়েছিলেন কার্নে। প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল কানাডায় সাধারণ নির্বাচন। ট্রাম্পের ঘোষণা শুনেই ভোটপ্রচার থামিয়ে রাজধানী অটোয়ায় ফিরে যান কার্নে। ভবিষ্যতের রণকৌশল নির্ধারণ করতে তড়িঘড়ি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ট্রাম্পের গাড়ির উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে দাবি করে কার্নে বলেন, “বর্তমানে দু’দেশের মধ্যে যে বাণিজ্যচুক্তি রয়েছে, তাকে লঙ্ঘন করছে আমেরিকা।”

Advertisement

পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে কানাডার সম্পর্ক ব্যাখ্যা করে তিনি বলেন, “গভীর অর্থনৈতিক বোঝাপড়া, নিরাপত্তা এবং সামরিক সহায়তার উপর ভিত্তি করে আমেরিকার সঙ্গে আমাদের যে পুরনো বন্ধুত্ব ছিল, তা শেষ হয়ে গিয়েছে।” বস্তুত, ট্রাম্প আমেরিকায় রফতানি হওয়া গাড়ির উপর শুল্ক আরোপ করায় ক্ষতির মুখে পড়তে চলেছে কানাডার একাধিক গাড়ি নির্মাণকারী সংস্থা। সেই কথা মাথায় রেখে কার্নে আগেই জানিয়েছিলেন যে, দেশের উৎপাদন ব্যবস্থা, শ্রমিকদের সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement