কিথ ভাজ। —ফাইল চিত্র।
ফিরিয়ে দাও কোহিনূর। দাবি তুললেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ কিথ ভাজ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন লন্ডনে। নভেম্বরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাঝেই মঙ্গলবার এই দাবি তুললেন ভাজ। সোমবারই অক্সফোর্ডে এক ভাষণে কংগ্রেস সাংসদ শশী তারুর দু’শো বছরের ব্রিটিশ শোষণকে কড়ায়গণ্ডায় শুধতে বলেছিলেন। তার পরেই কিথের এই দাবি।
শশীর যুক্তির সঙ্গে একমত কিথ। তবে এখন আর্থিক মাপকাঠিতে ঋণ ফেরত দেওয়া সম্ভব নয়। তাই স্মারক হিসেবে কোহিনূর ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন কিথ। নরেন্দ্র মোদীর আগামী সফরের সময়েই তা হলে খুব ভাল হয় বলে মত কিথের। তবে কোহিনূর এখন রানির মুকুটে শোভা পাচ্ছে।