হাউস অফ লর্ডস।
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ব্যাপারে প্রধানমন্ত্রী থেরেসা মে যে বিলটি পেশ করেছিলেন, ব্রিটেনের পার্লামেন্টে তা অনুমোদিত হল।
গত বছরের ২৩ জুনের গণভোট ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বেরিয়ে আসার পক্ষে রায় দেয়। সেই গণভোটের রায়কে কার্যকর করার প্রক্রিয়া শুরুর জন্য প্রধানমন্ত্রী থেরেসা মে সরকারের প্রয়োজন ছিল পার্লামেন্টে সংশ্লিষ্ট বিলটির অনুমোদন। এই অনুমোদন পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সরকারি প্রক্রিয়াগুলি এখন শুরু করতে পারবে ব্রিটেন। স্কটল্যান্ড অবশ্য বিলটির বিরোধিতা করেছে।জানিয়েছে ফের গণভোটের দাবি।
ব্রেক্সিট বিলটি সংশোধনের চেষ্টা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু হাউস অফ লর্ডস সেই সংশোধনের প্রস্তাব খারিজ করে দেয়। তার ফলে মঙ্গলবারই বিলটির আইন হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার জন্য লিসবন চুক্তির যে ৫০ নম্বর অনুচ্ছেদটির সংযোজন ঘটানো হয়েছিল ব্রিটেনের সংবিধানে, সেটি এ বার বাতিল করতে পারবে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকার।
আরও পড়ুন- ভিনগ্রহে প্রাণ আছে, প্রমাণ এক বছরেই দাবি বিজ্ঞানীর