ব্রাজিলের প্রেসিডেন্ট জ়াইর বোলসোনারো।
দিন কয়েক আগেই তাঁর করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। চলছে চিকিৎসা। তার পরেও তাঁর সরকারি আবাসন অ্যালভোরাডা প্যালেস থেকে নেমে এসে সমর্থকদের ‘ধরাছোঁয়ার’ মধ্যে পৌঁছে গেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জ়াইর বোলসোনারো। দু’পক্ষের মধ্যে একটা ছোট জলের পরিখা থাকায় মিটার কয়েকের দূরত্ব ছিল ঠিকই। কিন্তু প্রিয় নেতাকে সামনে দেখে সাঁতরে তাঁর কাছে চলে আসেন দুই সমর্থক।
দেশে করোনা-মৃত্যুর বাড়াবাড়ি নিয়ে বোলসোনারো নিজেও বরাবরের মতোই ছিলেন নির্বিকার। বরং তাঁর দুশ্চিন্তা প্রকাশ পায় লকডাউনের জেরে হওয়া আর্থিক ক্ষতি নিয়ে। তিনি বলেছেন, ‘‘চাকরি নেই, বেতন নেই, লকডাউনের জন্যই তো মানুষ মারা যাবে।’’ তাঁর বক্তব্য, কিছু রাজনৈতিক নেতা জোর করে কার্ফু জারি করে অর্থনীতির শ্বাসরোধ করছেন।
বিশ্বে করোনা
মৃত ৬,১০,৯৩৬
আক্রান্ত ১,৪৭,৭২,০২২
সুস্থ ৮৮,০৮,৮১৬
আর তিনি কেমন আছেন? প্রেসিডেন্ট বলেন, হাইড্রক্সিক্লোরোকুইনের জোরে দিব্যি সুস্থ আছেন। কিন্তু ম্যালেরিয়ার এই ওষুধ করোনায় আদৌ কার্যকর কি না তা নিয়ে কো বহু বিতর্ক হয়ে গিয়েছে! বোলসোনারো বলেছেন, ‘‘আমায় দেখুন। এই ওষুধ কাজের কি না তার জীবন্ত উদাহরণ এই আমিই।’’
এ দিকে সোমবার নতুন করে ৭৩ জন ভাইরাস আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে হংকংয়ে। গত কাল চিনের জ়িনজিয়াং প্রদেশে স্থানীয়ভাবে ১৭ জন সংক্রমিত হওয়ার খবর মেলায় ‘যুদ্ধকালীন পরিস্থিতি’ ঘোষণা করে লকডাউন জারি করেছে প্রশাসন। লন্ডনে মাস্ক পরা বাধ্যতামূলক হওয়ার পরেই প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ।