Boat

নৌকা ডুবে মৃত্যু ১৬ রোহিঙ্গার

সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিড়ে ঠাসা ট্রলার দুটির একটি গভীর সমুদ্রে কাত হয়ে ডুবতে শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৯
Share:

চলছে উদ্ধারকাজ।—ছবি এএফপি।

অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি হয়ে মারা গিয়েছেন বাংলাদেশের শরণার্থী শিবিরের ১৬ জন রোহিঙ্গা। নিখোঁজ অন্তত ৫২ জন। তটরক্ষীদের ধারণা, এঁদের সকলেরই মৃত্যু হয়েছে।

Advertisement

বাংলাদেশের সেন্ট মার্টিনে তটরক্ষীর স্টেশন ইনচার্জ নাইমুল হক জানিয়েছেন, দালালদের টাকাকড়ি দিয়ে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য সোমবার গভীর রাতে টেকনাফের নোয়াখালি পাড়া থেকে দু’টি ট্রলার সমুদ্রযাত্রা করে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিড়ে ঠাসা ট্রলার দুটির একটি গভীর সমুদ্রে কাত হয়ে ডুবতে শুরু করে। ওই এলাকায় মাছ ধরা জেলেরা বিষয়টি জানালে তটরক্ষীরা উদ্ধার অভিযান শুরু করে। সহযোগিতায় এগিয়ে আসে নৌবাহিনীর জাহাজ দুর্জয়। উদ্ধারকারীদের ডাঙায় নিয়ে যাওয়ার জন্য বিমানবাহিনীরও সাহায্য চাওয়া হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, বিমানবাহিনীর দু’টি হেলিকপ্টার এই কাজে লেগেছে। তটরক্ষী বাহিনী জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৩৮ জন ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement