ট্রাক বোমা বিস্ফোরণে মঙ্গলবার কাবুলে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩২৭। ঘটনাস্থলেই ছিল আফগান সরকারের জাতীয় নিরাপত্তা দফতর। ওই দফতরের গেটে ধাক্কা মেরেই বিস্ফোরণ ঘটে ট্রাক-বোমার। তার পর জঙ্গিরা ওই দফতর লক্ষ্য করে গুলি চালাতে থাকে। সন্ত্রাসের দায় নিয়েছে তালিবান। ঘটনার পরেই কড়া পদক্ষেপ করার কথা জানান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।