একটা প্রাচীর ছিল বটে। তাতে যদি না-আটকায়? তার উপরে তাই শক্তপোক্ত কাঁটাতার বসানো শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। ক্যারাভান এসে পড়ল বলে!
অস্থির রাজনৈতিক পরিবেশের জন্য কয়েক বছর ধরে গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর ছেড়েছেন কয়েক লক্ষ মানুষ। সাধারণত মেক্সিকোয় পৌঁছে এই ঘরছাড়াদের ‘সফর’ শেষ হয়। এ বার ছবিটা অন্য রকম। ১৩ অক্টোবর যে শরণার্থীদের ক্যারাভান হন্ডুরাস ছেড়েছে, তাঁদের গন্তব্য আমেরিকা। এতেই চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশেই কাঁটাতার লাগানো শুরু হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমে তিজুয়ানা-সান দিয়েগো সীমান্তে। এক মার্কিন সেনাকর্তার কথায়, ‘‘সাধারণ কাঁটাতারের থেকে তিন গুণ শক্তিশালী তার লাগাচ্ছি আমরা। কোনও ভাবেই যাতে কেউ এই প্রাচীর টপকাতে না পারে।’’ কাঁটাতার বসানো হচ্ছে পূর্ব প্রান্তে টেক্সাস-মেক্সিকো সীমান্তেও।
অক্টোবরে যখন শরণার্থীরা যাত্রা শুরু করেছিলেন, তখন থেকেই তাঁদের থামাতে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের চাপ দিতে শুরু করেন ট্রাম্প। কিন্তু কাজ হয়নি। বিরক্ত ট্রাম্প দিন কয়েক আগে মন্তব্য করেছিলেন, ‘‘বেআইনি ভাবে কাউকে দেশে ঢুকতে দেব না। অনুপ্রবেশ রুখতে কূটনৈতিক স্তরে অনেক চেষ্টা চালিয়েছি। কিন্তু শেষরক্ষা না হলে আমরাও চুপ করে বসে থাকব না। আমার সেনাদের বলেছি, সীমান্তে কেউ পাথর ছুড়লে গুলি করে তার পাল্টা জবাব দিন।’’