Bangladesh Situation

হাসিনা-সহ ‘পলাতক’ ১১ জনের বিরুদ্ধে ‘রেড কর্নার’ নোটিস জারি করুক ইন্টারপোল, আর্জি বাংলাদেশের

হাসিনা ছাড়াও যাঁদের বিরুদ্ধে ওই নোটিস জারি করার আর্জি জানানো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশের প্রাক্তন সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন বিদেশমন্ত্রী হাছান মাহমুদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২০:৩৪
Share:
শেখ হাসিনা।

শেখ হাসিনা। —ফাইল চিত্র।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড কর্নার’ নোটিস জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আর্জি জানাল বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-র তরফে এই আর্জি জানানো হয়েছে।

Advertisement

বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, হাসিনা-সহ মোট ১২ জনই বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। কিন্তু একাধিক বিষয় নিয়ে তদন্তে তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে বাংলাদেশ সূত্রে খবর। এই পরিস্থিতিতে তদন্তপ্রক্রিয়া শেষ করে বিচারপ্রক্রিয়া শুরু করতে ওই ১২ জনকে হাতে পেতে চাইছে বাংলাদেশ প্রশাসন।

কোনও অভিযুক্ত ব্যক্তি অন্য দেশে গিয়ে আশ্রয় নিলে তাঁর বিরুদ্ধে ‘রেড কর্নার’ নোটিস জারি করতে পারে ইন্টারপোল। অভিযুক্তকে খুঁজে বার করা এবং দেশে ফেরানোর ক্ষেত্রে সাহায্য করে থাকে ইন্টারপোল। অভিযুক্ত কোথাও গা-ঢাকা দিয়ে থাকলে, তাঁর গতিবিধি সম্পর্কে খোঁজ নিয়ে থাকে সংস্থাটি। এবং সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট দেশকে। তাই বিভিন্ন দেশ বিদেশে লুকিয়ে থাকা অভিযুক্তদের খুঁজতে ইন্টারপোলের সাহায্য নিয়ে থাকে।

Advertisement

গত নভেম্বর মাসে হাসিনার বিরুদ্ধে ‘রেড কর্নার’ নোটিস জারির জন্য পুলিশকে ইন্টারপোলের কাছে আর্জি জানানোর পরামর্শ দিয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বার সেই আর্জি জানাল বাংলাদেশ পুলিশ। হাসিনা ছাড়াও যাঁদের বিরুদ্ধে ওই নোটিস জারি করার আর্জি জানানো হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের প্রাক্তন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রাক্তন বিদেশমন্ত্রী হাছান মাহমুদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement