ছবি: ইনস্টাগ্রাম।
অতিমারির সময়ে জন্মানো শিশুরা কি একটু অন্যরকম? নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো দেখে অন্তত তেমনই আশঙ্কা করছেন নেটাগরিকরা।
ভিডিয়োয় এক বছরের একটি শিশুকে সর্বত্র স্যানিটাইজার খুঁজে বেড়াতে দেখা যাচ্ছে। কখনও ইলেকট্রিকের বাক্স, কখনও চিঠি ফেলার বাক্সের নিচে হাত বাড়িয়ে পরক্ষণেই দুই হাত ঘষে নিচ্ছে সে। ভিডিয়োর বিবরণে লেখা, ‘মেয়েটি ২০২০ সালে জন্মেছে। আর ও সব কিছুকেই স্যানিটাইজার ভেবে নেয়।’
নেটাগরিকরা অবশ্য এক বছরের ওই শিশুর হাবভাবে মিষ্টত্ব খুঁজে পেলেও গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘ব্যাপারটা বেশ করুণ। আমাদের সন্তানেরা কি আর কখনও নিরাপদে মাঠে খেলাধুলো করতে পারবে না? খেলতে নেমে হাত-পা নোংরা করে বাড়ি ফেরার মজা কী রকম, তা কি জানবেও না ওরা?’
আবার কারও বক্তব্য, ‘ওকে দেখে সত্যিই খুব খারাপ লাগছে। এখনকার এই সময়টা আমাদের উপর কতটা প্রভাব ফেলেছে, তার প্রকৃষ্ট উদাহরণ এই মেয়েটি।’
তবে এত সব কিছু না ভেবে শিশুটির হাবভাব দেখে মজাও পেয়েছেন অনেকে। কেউ আবার লিখেছেন, ‘এত জায়গায় স্যানিটাইজার খুঁজে শেষে আসল স্যানিটাইজারের কাছেই পৌঁছতে পারল না ও।’