আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
নিন্দার ভাষা নেই। বললেন ওবামা।
বৃহস্পতিবার রোজবার্গ শহরের উমপকুয়া কমিউনিটি কলেজের ক্যাম্পাসে আচমকাই এক বন্দুকবাজ ঢুকে পড়ে। কলেজ ক্যাম্পাসে ঢুকেই বছর ছাব্বিশের ওই বন্দুকবাজ এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ পড়ুয়া। পুলিশের পাল্টা গুলিতে মারা গেছে বন্দুকবাজও।
ঘটনায় তীব্র নিন্দার পাশাপাশি হোয়াইট হাউস থেকে ওবামার আবেগতাড়িত প্রতিক্রিয়া, ‘‘ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং নির্দল নির্বিশেষে আগ্নেয়াস্ত্রের উপর নিয়ন্ত্রণ আনতে প্রস্তাবিত বিল সমর্থন করা উচিত। নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা উচিত নয়।’’ তিনি আরও বলেন, ‘‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোটাই যথেষ্ট নয়।’’
প্রিয় জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।
ওই দিন রাতে সাংবাদিক সম্মেলনে ওরেগন প্রশাসন জানিয়েছে, বন্দুকবাজের নাম ক্রিস হারপার। সে রোজবার্গেরই বাসিন্দা। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সেগুলির মধ্যে দু’টি ছোট হাত বন্দুক আর একটি লম্বা বন্দুক ছিল। তবে সে কেন আচমকা এই হামলা চালিয়েছিল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘হিউম্যানিটিস বিল্ডিংয়ের নিচে আমাদের ক্লাস হচ্ছিল। বিকট একটা শব্দ হয়। অনেকটা মেঝেতে ধাতব কিছু পড়ে যাওয়ার মতো।’’ তার পরেই একের পর এক গুলির আওয়াজ পেয়ে দিশাহারা হয়ে যান পড়ুয়ারা। যে দিকে পেরেছে ছুটতে শুরু করেছ। তিনি জানান, হামলাকারী এক এক জনকে ধরে তিনি কোন ধর্মের জানতে চায়। তার মুখে প্রচন্ড বিদ্বেষ এবং ঘৃণার ছাপ ছিল খুব স্পষ্ট।
ছবি: টুইটার।