ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারপর্বে মেক্সিকো থেকে আগত হিস্পানিক অভিবাসীদের বিরুদ্ধে বার বার তোপ দেগেছেন তিনি। দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশের পর মেক্সিকো উপসাগরের নামটাই বদলে ডোনাল্ড ট্রাম্প!
ট্রাম্পের নির্দেশনামা মেনে গুগ্ল কর্তৃপক্ষও আমেরিকায় ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম বদলেছেন। ‘গালফ অব মেক্সিকো’র (মেক্সিকো উপসাগর) পরিবর্তে গুগ্ল মানচিত্রে সেটি চিহ্নিত হয়েছে ‘গালফ অব আমেরিকা’ (আমেরিকা উপসাগর) নামে!
মেক্সিকো উপসাগরের পাশাপাশি আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ডেনালির নামও বদলেছেন ট্রাম্প। আলাস্কার ওই শিখরটিকে আগের নাম মাউন্ট ম্যাককিনলি হিসাবে চিহ্নিত করার জন্য সরকারি নির্দেশনামায় সই করেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৫ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা আলাস্কার এই পর্বতচূড়ার নাম ডেনালি করেছিলেন। কয়েক শতক ধরে সেখানকার আদি বাসিন্দারা পর্বতটির এই নাম ব্যবহার করে আসছেন বলেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু আলাস্কার আদি বাসিন্দাদের ভাবাবেগে সায় না দিয়ে ওবামার সিদ্ধান্ত খারিজ করলেন ট্রাম্প।