অস্ট্রেলিয়ার রোজমেরি দ্বীপে বহু প্রাচীন গুহার সন্ধান পেলেন বিজ্ঞানীরা। তাঁদের অনুমান, এই গুহাগুলোতে গত তুষার যুগের মানুষ বসবাস করত। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী জো ম্যাকডোনাল্ডের কথায়, ‘‘আট থেকে ন’হাজার বছর আগের আদিম মানুষ এই ধরনের গুহায় থাকত।’’ বিজ্ঞানীদের দাবি, গুহাগুলো যে পাথর দিয়ে তৈরি, সেগুলো প্রায় আড়াইশো কোটি বছরের পুরনো এবং বিশ্বের প্রাচীনতম পাথরগুলোর মধ্যে অন্যতম।