Russia-Ukraine War

যুদ্ধবিরতির নিয়ে বৈঠকের আগে কিভে হঠাৎ হামলা পুতিন-সেনার! বিদেশ সফর কাটছাঁট জ়েলেনস্কির

সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি কিভের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বার্তা দিয়েছিলেন। কিন্তু তার পরেও ধারাবাহিক হামলা চালাচ্ছে তাঁর ফৌজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২২:৪৫
Share:
Amid Russian drone attack Ukrainian President Volodymyr Zelensky cut short his trip to South Africa

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে দু’পক্ষই। কিন্তু তারই মধ্যে চলছে হামলা, পাল্টা হামলার পালা। বুধবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিভে ধারাবাহিক ভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনহানা শুরু করেছে রুশ ফৌজ। তার জেরে দক্ষিণ আফ্রিকা সফর কাটছাঁট করে বৃহস্পতিবার দেশে ফিরছেন ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

Advertisement

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পরেই কিভের পথে রওনা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ট্রাম্প সোমবার সকালে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। সেই সঙ্গে যুদ্ধবিরতির পরে মস্কোর বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘তার পরে দু’দেশই আমেরিকার সঙ্গে বাণিজ্য শুরু করবে এবং প্রচুর অর্থলাভ করে সমৃদ্ধিশালী হবে, নিজেদের ভাগ্য গড়বে।’’

সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট পুতিন সরাসরি কিভের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বার্তা দিয়েছিলেন। কিন্তু সেই আলোচনায় বিশেষ অগ্রগতির আশা যে মস্কো করছে না, তা মঙ্গলবার স্পষ্ট করে দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার তিনি বলেন, ‘‘রাশিয়া এবং আমেরিকা বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবুও ইউক্রেনীয় সংঘাত রাতারাতি সমাধানের আশা করা যায় না।’’ ঘটনাচক্রে তার পরেই নতুন করে কিভে হামলা শুরু করেছে পুতিনের সেনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement