Thermometer

থার্মোমিটারকে প্রেগন্যান্সি টেস্ট কিট ভাবলেন প্রেমিক, তারপর...

প্রেমিকার পাঠানো থার্মোমিটারের সেই ছবি দেখে টোরেস যা বলেছেন, তা নিয়ে হাসির রোল পড়েছ‌ে নেট দুনিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৬
Share:

ডিজিটাল থার্মোমিটার। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার কোসামেসা এলাকায় থাকেন ১৮ বছরের আইজ্যাক টোরেস ও তাঁর প্রেমিকা ভেনেসা। কিছুদিন আগে রাতের বেলায় জ্বর আসে ভেনেসার। তখন সে ডিজিটাল থার্মোমিটারে জ্বর মেপে সেই থার্মোমিটারের ছবি পাঠায় তাঁর প্রেমিক টোরেসকে। প্রেমিকার পাঠানো থার্মোমিটারের সেই ছবি দেখে টোরেস যা বলেছেন, তা নিয়ে হাসির রোল পড়েছ‌ে নেট দুনিয়ায়।

Advertisement

পারদের কাঁচের থার্মোমিটারের ব্যবহার কমে বেড়েছে ডিজিটাল থার্মোমিটারের ব্যবহার। ওই থার্মোমিটারে নিজের জ্বর মেপে পাঠিয়েছিলেন ভেনেসা। সেখানে দেখা যাচ্ছে ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। স্ক্রিনে ১০০ দেখে টোরেস ভাবেন তাঁর প্রেমিকা ১০০ শতাংশ গর্ভবতী!

এরপরই প্রেমিকাকে টোরেস জিজ্ঞাসা করেন, তুমি তো জন্মনিয়ন্ত্রণ করছ, তাহলে কী করে এটা হল?

Advertisement

ভেনেসা বিষয়টিতে বেশ মজা পেয়েছেন। তাই নেটিজেনদের সঙ্গে তাল মিলিয়ে ট্রোল করেছেন নিজের প্রেমিককে।টোরেসের এই কাণ্ড নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভেনেসা। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ৩১ হাজার রিটুইটের পাশাপাশি ১ লক্ষ ৭৫ হাজার লাইক পড়েছে ওই টুইটে।

আরও পড়ুন: গ্র্যামির মঞ্চে চমক, হাজির মিশেল ওবামা

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেরআন্তর্জাতিকবিভাগে।)ঃ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement