Russia Ukraine War

Russia-Ukraine War: ইউক্রেনে রুশ সেনার গুলিতে মৃত্যু আমেরিকার সাংবাদিকের, আহত আরও এক সহকর্মী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হলেন সাংবাদিক। রবিবার খবর সংগ্রহ করতে গিয়ে ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আমেরিকান সাংবাদিকের।

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৯:৫১
Share:

মৃত আমেরিকান সাংবাদিক। ছবি: টুইটার থেকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হলেন সাংবাদিক। রবিবার খবর সংগ্রহ করতে গিয়ে ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আমেরিকান সাংবাদিকের। আহত হয়েছেন আরও একজন। এমনই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

Advertisement

‘নিউ ইয়র্ক টাইমস্’- এর দাবি, মৃত সাংবাদিক তাদের প্রাক্তন কর্মী। রুশ সেনার গুলিতে তাঁর মত্যু হয়েছে। ইউক্রেনের রাজধানী কিভের পুলিশ প্রধান জানাচ্ছেন, মৃত সাংবাদিকের নাম ব্রেন্ট রিনাড। এ ছাড়া আহত হয়েছেন আরও এক জন সাংবাদিক। ইরপিনে এই দু’জন সাংবাদিকের উপর গুলি চালিয়েছে রুশ সেনা।

ড্যানিলো শ্যাপোভালভ নামে এক চিকিৎসক জানিয়েছেন, দুই গুলিবিদ্ধ হওয়া ব্যক্তির চিকিৎসা করেন তিনি। এঁদের একজনের মৃত্যু হয়েছে। ব্রেন্ট রিনাড নামে মৃত সাংবাদিকের সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘরবাড়ি ছেড়ে পালানো সাধারণ মানুষের কথা নিয়ে বিভিন্ন প্রতিবেদন লিখেছেন। বিশেষত, শরণার্থীদের সমস্যা তুলে ধরতেন। এইচবিও, এনবিসি, ডিসকভারি, পিবিসি এবং ভাইস নিউজের মতো সংবাদ সংস্থা ও চ্যানেলে কাজ করেছেন ওই সাংবাদিক। সাংবাদিকতা, চিত্র সাংবাদিকতার পাশাপাশি ছবিও বানাতেন ব্রেন্ট রিনাড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement