মায়ানমার-বাংলাদেশ সীমান্তে রাখিনে এলাকায় মায়ানমার সেনাবাহিনীর তাণ্ডবে অন্তত ৭০ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সোমবার সেনাবাহিনীর এক আধিকারিক ফেসবুকে জানান, বিক্ষুব্ধ রাখিনে প্রদেশের দখল নিয়েছে সেনা। সেনা অভিযানে গত এক মাসে রোহিঙ্গা সম্প্রদায়ের ৬৯ জন বিদ্রোহী নিহত হন। ২৩৪ জনকে পাকড়াও করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেয়েদের উপর যথেচ্ছ অত্যাচার চালাচ্ছে পুলিশ। ঘর বাড়ি জ্বালিয়ে সম্পত্তি নষ্ট করছে। তবে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনও মৃত্যু বা ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়নি।