National News

ইনিই বিশ্বের সবচেয়ে মোটা মহিলা!

বিশ্বের সবচেয়ে স্থূলকায় মহিলার হদিস মিলল। ওজন শুনলে চমকে উঠবেন। আন্দাজ করুন তো কত ওজন হতে পারে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ১২:৩০
Share:

আহমদ আবদুলাতি।

বিশ্বের সবচেয়ে স্থূলকায় মহিলার হদিস মিলল। ওজন শুনলে চমকে উঠবেন। আন্দাজ করুন তো কত ওজন হতে পারে! ২০০ বা ৩০০ কেজি নয় একেবারে ৫০০ কেজি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত বিশ্বে এটাই সবচেয়ে বেশি।

Advertisement

আহমাদ আবদুলাতি। বয়স ৩৬। মিশরের এই মহিলাই এখন তাংর শারীরিক আকৃতির এবং ওজনের কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একটা মানুষ এত মোটা হতে পারে! কেন এ রকম হল আবদুলাতির?

Advertisement

পরিবার সূত্রে খবর, গত ২৫ বছর ধরে বাড়ির বাইরে বেরোননি আবদুলাতি। জন্মের সময় তাংর ওজন ছিল ৫ কেজি। যত বয়স বেড়েছে তাঁর ওজন বেড়েছে। দেহের ওজন বাড়ার কারণে ঠিকমতো দাঁড়াতেও পারতেন না তিনি। হামাগুড়ি দিয়ে চলতে হত। চিকিত্সকদের কাছে পরিবারের লোকেরা নিয়ে গেলে পরীক্ষা করার পর জানা যায় এলিফ্যান্টাসিয়াসিস নামে একটি রোগে আক্রান্ত হয়েছেন আবদুলাতি। এ ছাড়া তাঁর শরীরে যে সব গ্ল্যান্ড রয়েছে সেগুলো ঠিকমতো কাজ না করায় শরীরে জল জমতে শুরু করে।

১১ বছর বয়স থেকেই বিছানায় শয্যাশায়ী আবদুলাতি। সেই সময় তাঁর একটি স্ট্রোকও হয়। তাঁর এক ঘনিষ্ঠ জানিয়েছেন, প্রতি দিনের কাজ করতে তাঁকে সাহায্য করেন মা এবং বোন।

কী এই এলিফ্যান্টাসিয়াসিস?

চিকিত্সকরা জানান, এটা এক ধরনের পরজীবী সংক্রমণ। এই সংক্রমণের ফলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলি অস্বাভাবিক ভাবে ফুলতে শুরু করে।

আরও খবর...

আরও বড় লড়াইয়ের ইঙ্গিত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement