আবু ধাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —টুইটার।
দু’দিনের ফ্রান্স সফর শেষে শনিবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের তরফে এই সফর প্রসঙ্গে আগেই জানানো হয়েছিল, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকা আরব আমিরশাহির সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও মজবুত করবে মোদীর এই সফর। মোদীর সফর উপলক্ষে সে দেশের বুর্জ খলিফাকে জাতীয় পতাকার রঙে রাঙানো হয়েছিল।
শুক্রবার সকাল ১১টা নাগাদ আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। এই সফর প্রসঙ্গে মোদী একটি বিবৃতিতে বলেন, “আমি আমার বন্ধু প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষা করছি।” বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি সম্পর্কে জানিয়ে মোদী বলেন, “আমরা বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান এবং প্রযুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে একসঙ্গে কাজ করব।”
প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে অংশ নিতে দু’দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সই হয়। ফ্রান্স থেকে ফেরার পথে শুক্রবার এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী।