চিনা প্রধানমনত্রী লি খ্যছিয়াঙের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার, ম্যানিলায়।
ডোকলাম নিয়ে দীর্ঘ অচলাবস্থার পর এই প্রথম চিনা প্রধানমন্ত্রী লি খ্যছিয়াঙের সঙ্গে একান্তে বৈঠক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার, ম্যানিলায়। পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের অধিবেশনের ফাঁকে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইটে এ দিন ওই বৈঠকের কথা জানিয়েছেন। তবে সেই বৈঠকের বিষয়বস্তু এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন- পাড়ায় পাড়ায় মাটির ভাঁড় ঝুলিয়ে দিয়েছে অমদাবাদ, থমথমে মুসলিম মহল্লা
আরও পড়ুন- আরও মজবুত সম্পর্কের দিকে ভারত-আমেরিকা, ফের ঘোষণা ওয়াশিংটনের
বিশেষজ্ঞরা বলছেন, ডোকলামের অচলাবস্থার পর দুই প্রতিবেশী দেশ যে আবার কাছাকাছি আসতে শুরু করেছে, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে চিনা প্রধানমন্ত্রী লি খ্যচিয়াং-এর আলাদা বৈঠকেই তার ইঙ্গিত মিলল।