Bangladesh Crisis

‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান নয় বাংলাদেশের! হাই কোর্টের রায় স্থগিত করে দিল আপিল বিভাগ

২০২০ সালে হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশ হাই কোর্ট ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ইউনূসের অন্তর্বর্তী সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:১০
Share:

(বাঁ দিক থেকে) মুহাম্মদ ইউনূস, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

‘জয় বাংলা’ আপাতত বাংলাদেশের জাতীয় স্লোগান রইল না। ২০২০ সালের ১০ মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাই কোর্ট তাদের রায়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল। হাই কোর্টের রায়ে আরও বলা হয়, জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি ব্যবহারের জন্য পদক্ষেপ করতে হবে।

Advertisement

কিন্তু হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তিকালীন সরকার। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ জাতীয় স্লোগান সংক্রান্ত হাই কোর্টের রায়টি স্থগিত করার নির্দেশ দেয়।

২০১৭ সালে ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করার আর্জি জানিয়ে রিট আবেদন দাখিল করেছিলেন সে দেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার ভিত্তিতেই ওই রায় দেয় হাই কোর্ট। মঙ্গলবার বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, “আপিল বিভাগের নির্দেশের পর ‘জয় বাংলা’কে আর জাতীয় স্লোগান হিসাবে গণ্য করা হবে না।”

Advertisement

প্রসঙ্গত, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান মুক্তিযোদ্ধাদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর দল আওয়ামী লীগের আমলে এই জনপ্রিয়তা অটুট থাকে। মুজিব-কন্যা হাসিনার আমলেও সরকারি এবং দলীয় সমস্ত অনুষ্ঠানে এই স্লোগান শোনা গিয়েছে। গত ৫ অগস্টের পর ‘পরিবর্তিত’ বাংলাদেশে এ বার সেই ‘জয় বাংলা’ই জাতীয় স্লোগানের তকমা হারাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement