Israel Palestine war

ইজ়রায়েলের নিশানায় আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড! ২৩ বছর পর ট্যাঙ্ক বাহিনী ঢুকে পড়ল ওয়েস্ট ব্যাঙ্কে

প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের প্রয়াত নেতা ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৫
Share:
ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি ট্যাঙ্ক।

ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি ট্যাঙ্ক। ছবি রয়টার্স।

গাজ়ায় যুদ্ধবিরতি চলাকালীন এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্কে স্থল অভিযান জোরদার করল ইজ়রায়েল সেনা। রবিবার রাতে ইজ়রায়েলি ট্যাঙ্ক বহর ঢুকে পড়েছে ওই ভূখণ্ডের অধিগৃহীত অংশে, ২০০২ সালের পর এই প্রথম বার ওয়েস্ট ব্যাঙ্কে অভিযান শুরু করল ইজ়রায়েল ফৌজের আর্মার্ড ডিভিশন।

Advertisement

গত ২১ জানুয়ারি থেকে ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাঞ্চলে সেনা অভিযান শুরু করেছিল ইজরায়েলি বাহিনী। কিন্তু এতদিন সেখানে ট্যাঙ্ক বহর মোতায়েন করেনি তারা। রবিবার রাতে ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাৎজ বলেন, ‘‘সন্ত্রাসবাদীদের নির্মূল করতে আমরা সেনাকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।’’ তাঁর ওই ঘোষণার পরেই ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি ফৌজের হানাদারির তীব্রতা বেড়েছে বলে ওই এলাকার নিয়ন্ত্রক ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ’ জানিয়েছেন।

প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইজ়রায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন ধরে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রয়েছে। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement