রেকর্ড বইয়ে নাম তোলার জন্য প্রথম বার দেশের বাইরে পা রাখেন ইরানের আফশিন ইসমায়েল গদরজাদা। ছবি: সংগৃহীত।
বয়স কুড়ি হলে হবে কী, বেড়েছেন মোটে ২ ফুট ১.৬ ইঞ্চি। উচ্চতায় ‘খাটো’ হলেও নতুন রেকর্ড গড়ে আর এক উচ্চতা ছুঁয়েছেন ইরানের তরুণ আফশিন ইসমায়েল গদরজাদা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর বিচারে তিনিই এখন বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষ। মোটে ৭ সেন্টিমিটারের ফারাকে আফশিন হারিয়ে দিয়েছেন এ ক্ষেত্রে পূর্বতন রেকর্ডধারী কলোম্বিয়ার এ়ডওয়ার্ড নিনো হার্নান্ডেজ়কে।
২০১০ সালে ২৪ বছরের এডওয়ার্ডের উচ্চতা ছিল ২ ফুট সাড়ে ৩ ইঞ্চি। সে বছর গিনেস কর্তৃপক্ষ তাঁকে বিশ্বের সবচেয়ে কম উচ্চতার মানুষ হিসাবে ঘোষণা করেছিলেন। তবে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান অঞ্চলের বাসিন্দা আফশিন সম্প্রতি সে রেকর্ড ভেঙে দিয়েছেন।
রেকর্ড বইয়ে নিজের নাম তুলতে দেশ ছেড়ে সোজা দুবাইয়ে গিনেস-এর অফিসে পৌঁছে যান আফশিন। এই প্রথম বার দেশের বাইরে পা রাখা আফশিনের সঙ্গী ছিলেন তাঁরা মা-বাবা। রেকর্ড যাচাই করতে ২৪ ঘণ্টায় ৩ বার আফশিনের উচ্চতা মাপা হয়েছিল। তাতে দেখা যায়, সাড়ে ৬ কেজি ওজনের আফশিনের উচ্চতা ৬৫.২৪ সেন্টিমিটার (২ ফুট ১.৬ ইঞ্চি)। এর পর বৃহস্পতিবার নিজেদের ইউটিউব চ্যানেলে রেকর্ডের কথা ঘোষণা করেন গিনেস কর্তৃপক্ষ।
গিনেসের অফিসে যাওয়ার জন্য নতুন দামি স্যুটও তৈরি করিয়েছিলেন আফশিন। কিনেছেন বুটজোড়াও। দুবাই পৌঁছে সেখানকার একটি সালোঁতে গিয়ে গোঁফ-দাড়ি কামিয়ে নিয়েছিলেন। নতুন রেকর্ডের কথা ঘোষণা হতেই তা উদ্যাপন করতে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা দেখতে বেরিয়ে পড়েছিলেন আফশিন। সেখানে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তিনি।
কুর্দিশ এবং পারসি ভাষায় অত্যন্ত দক্ষ আফশিন অবশ্য মোবাইল ফোন ব্যবহারে এখনও তেমন সড়গড় নন। তবে আজকাল মোবাইলে টেক্সট মেসেজ করতে শিখেছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমেও ঘোরাফেরা করতে শুরু করেছেন।
ইউটিউবে স্যুট-বুট পরা আফশিনের ভিডিয়ো দেখে অনেকেই আপ্লুত। নয়া রেকর্ড গড়ায় আফশিনকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছেন অনেকেই। এক জনের মন্তব্য, ‘‘অভিনন্দন! সুস্থ ও সুন্দর জীবনের শুভেচ্ছা জানাই।’’