China-Afghanistan Relation

আফগানিস্তানে ক্ষমতা দখলের তৃতীয় বর্ষপূর্তি পালন তালিবানের, চিনা রাষ্ট্রদূতও হাজির অনুষ্ঠানে

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই সরকারি সেনাকে হটিয়ে ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ০৯:৪৮
Share:

তালিবান বাইক বাহিনীর কুচকাওয়াজ। ছবি: এএফপি।

আফগানিস্তানে গৃহযুদ্ধে জিতে ক্ষমতা পুনর্দখলের তৃতীয় বর্ষপূর্তি ধুমধাম করে পালন করল তালিবান। রাজধানী কাবুলের পাশাপাশি কন্দহর, জালালাবাদ, হেরট-সহ বিভিন্ন শহরে বৃহস্পতিবার সকালে হল সশস্ত্র তালিব বাহিনীর কুচকাওয়াজ। সাঁজোয়া গাড়ি, কামান, এমনকি মোটরবাইকে সওয়ার তালিবান যোদ্ধারা যোগ দিয়েছিলেন কাবুল দখলের তৃতীয় বর্ষপূর্তি উৎসবে।

Advertisement

কাবুলের অদূরে বাগরাম বিমানঘাঁটিতে মূল অনুষ্ঠানে তালিবান সরকারের শীর্ষনেতাদের পাশাপাশি ছিলেন চিন, ইরান-সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতেরাও। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছে চিন। কাবুলের চিনা দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসাবে কূটনীতিক ঝাও শেংকে নিযুক্ত করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার।

আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার পর্বের মাঝেই ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান। পাকিস্তানে প্রশিক্ষিত তালিব বাহিনীর পঞ্জশির উপত্যকা-সহ উত্তর-পশ্চিম আফগানিস্তান দখল করতে আরও বেশ কয়েক মাস সময় লেগে গিয়েছিল। তার আগে ১৯৯৬ সালে কাবুল-সহ তালিবান আফগানিস্তানের বড় অংশ দখল করেছিল তালিবান। কিন্তু ২০০১ সালে ৯/১১ সন্ত্রাসের পর আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হানায় সেই সরকারের পতন ঘটেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement