সেই মুহূর্ত। বিওন্সের জন্য ট্রফি ভাঙলেন অ্যাডেল। ছবি: রয়টার্স
পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিলেন। জিতে নিলেন পাঁচটিই। কিন্তু অ্যাডেল তার চেয়েও বেশি ঝড় তুললেন মঞ্চে উঠে। একটা ট্রফি ভেঙে দু’আধখানা করে সেটা বিওন্সে-র জন্য রাখলেন।
এ বছর জোর প্রতিযোগিতা ছিল অ্যাডেল-এর অ্যালবাম ‘২৫’ আর বিওন্সে-র ‘লেমোনেড’-এর মধ্যে। তার মধ্যে অ্যাডেল একাই সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার ও রেকর্ড অব দ্য ইয়ার-সহ মোট পাঁচটি পুরস্কার। কিন্তু সৌজন্যের প্রায় বিস্ফোরণ ঘটিয়ে সং অব দ্য ইয়ার-এর ট্রফিটি ভেঙে ফেলেন ব্রিটিশ গায়িকা। বলেন, ‘‘এই সম্মান আমি নিতে পারব না। এটি বিওন্সের প্রাপ্য। ও আমাদের আলো।’’
২০১২ সালেও বিওন্সেকে হারিয়ে অ্যাডেল জিতেছিলেন তিনটি গ্র্যামি। এ বারও সেই একই ঘটনা। তবে এ বার অ্যাডেল নিজেই মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘‘বিওন্সের ‘লেমোনেড’ অ্যালবামটা এত ভাল যে কী বলব!’’ প্রতিদ্বন্দ্বীকেই তিনি তাঁর জীবনের শিল্পী বলে ঘোষণা করেন। বলেন, ‘‘তুমি যে ভাবে আমাকে আর আমার বন্ধুদের উদ্বুদ্ধ করেছ, বিশেষত আমার কৃষ্ণাঙ্গ বন্ধুদের, সেটা সত্যিই প্রশংসনীয়। তাঁরা নিজেদের জন্য লড়তে শিখেছেন।’’
বড়দিনের সময় থেকেই অ্যাডেলের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তাঁর অনামিকায় পরা একটি ব্যান্ড তৈরি করেছিল গুঞ্জন। গ্র্যামির মঞ্চে সেই জল্পনারও অবসান ঘটালেন গায়িকা। পাঁচ বছরের পার্টনার সিমন কোনেকিকে ‘স্বামী’ বলে সম্বোধন করে বুঝিয়ে দিলেন গুঞ্জনটা নিছক গুঞ্জন ছিল না।