Sainul Abideen

প্যারিসে চলছে এ দেশের রাজ্যের নামে কম্পানি

প্যারিসের একটি রাস্তার ধারে এক কোম্পানির সাইন বোর্ডে লেখা, কেরালা ভেঞ্চার্স

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ১২ মে ২০১৯ ১৭:৫৫
Share:

প্যারিসে কেরালা ভে়ঞ্চার্স। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

আপনি যদি বিদেশের মাটিতে হঠাৎ নিজের রাজ্যের নামে কোনও কোম্পানি দেখেন তবে নিশ্চয়ই অবাক হবেন। তাই কেরলের মানুষের গর্ব করার মতোইএকটি ছবি ধরা পড়ল প্যারিসে। প্যারিসের একটি কোম্পানির নাম ‘কেরালা ভেঞ্চার্স’। সেই ছবি পোস্ট করেছেন একজন সাংবাদিক।

Advertisement

সাংবাদিক সাইনুল আবেদিন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে প্যারিসের একটি রাস্তার ধারে এক কোম্পানির সাইন বোর্ডে লেখা, কেরালা ভেঞ্চার্স। স্বাভাবিক ভাবেই যে কেউ অবাক হবেন, প্যারিসে হঠাত্ ভারতের কোনও রাজ্যের নামে কোম্পানি কেন?মালিক কিকেরলের মানুষ? না অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে?

আসল কারণ জানতে সাইনুল আবেদিন কেরালা ভেঞ্চার্সকে ই-মেল করেছিলেন। তারাই জানিয়েছেন কেরালা ভেঞ্চর্সের নাম কেন এমন রাখা হয়েছে। ই-মেলের উত্তরে কেরালা ভেঞ্চার্সের তরফে অ্যান্টনি নামে এক ব্যক্তি জানিয়েছেন, কেরালা ভেঞ্চার্সের নাম আপনাদের রাজ্যের নামেই রাখা হয়েছে। কারণ এটি সুন্দর ও সামনের দশকে বাণিজ্যে উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন : সাবধান! পরের বার সিঁড়িতে বসার আগে দেখে নিন এই ভিডিয়ো

আরও পড়ুন : ভাল্লুককে পাথর ছোড়ার ভিডিয়ো দেখে ছিঃছিঃ করছে সোশ্যাল মিডিয়া

সাইনুল তাঁর ফেসবুক পেজে কেরালা ভেঞ্চার্স ও তাদের পাঠানো ই-মেলের ছবি দিয়েছেন।

এটা একটা অন্যরকম অনুভূতি নয় কি?

প্রবাসে আপনি দেখেছেন নাকি এমন কোনও দোকান বা কোম্পানির নাম, যার সঙ্গে জড়িয়ে আছে আপনার রাজ্য বা শহরের নাম?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement