সঞ্চালক বলেছিলেন, ‘ধর্ষণের মতো অপরাধে দায়ী’ ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
একটি সাক্ষাৎকারে টিভি চ্যানেলের সঞ্চালক বলেছিলেন, ‘ধর্ষণের মতো অপরাধে দায়ী’ ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্টের এ হেন ‘মানহানির’ জন্য মামলা ঠোকা হয়েছিল টিভি চ্যানেলটির বিরুদ্ধে। শেষমেশ ‘অপরাধ’ স্বীকার করে সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে নিউজ় চ্যানেলটি। ১ কোটি ৫০ লক্ষ ডলারে রফা হয়েছে।
সংবাদ চ্যানেলটিতে একটি অনুষ্ঠান চালাকালীন সঞ্চালক জর্জ স্টেফানোপোলস বলেছিলেন, ‘‘ট্রাম্প ধর্ষণের মতো অপরাধে দায়ী।’’ ভোটে জিততেই এর জবাব চেয়েছেন ট্রাম্প। ‘জরিমানা’ হিসেবে ট্রাম্পের উদ্দেশে ‘আ প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড মিউজ়িয়াম’-এর তহবিলে ১ কোটি ৫০ লক্ষ ডলার দান করতে হবে নিউজ় চ্যানেলটিকে। এ ছাড়া, সংবাদ সংস্থা এবং স্টেফানোপোলসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই মামলায় ট্রাম্পের নিযুক্ত আইনজীবীর ফি ১০ লক্ষ ডলারও সংবাদ সংস্থার ঘর থেকে দিতে হবে।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। কিন্তু যৌন হেনস্থাকে নিউ ইয়র্কের আইনে ‘ধর্ষণ’ বলা যায় না। সংবাদ সংস্থা