US Teen Arrested In Shoot Out Case

খুনের পর গান বেঁধে ইউটিউবে পোস্ট! ১৯ বছরের র‌্যাপারকে গ্রেফতার করল আমেরিকার পুলিশ

গত বছরের ২৫ জুলাই খুন হন ২০ বছরের তরুণ জাথেন ম্যাক্সওয়েল। গুলি করা খুন করা হয়েছিল তাঁকে। মাসের পর মাস ধরে তদন্ত চলে। সম্প্রতি ওই খুনের মামলায় গ্রেফতার হয়েছেন ১৯ বছরের ক্যামেরন কিজ়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৭:০১
Share:
arrest

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

খুন করেছিলেন কয়েক ঘণ্টা আগে। তার পরেও অদ্ভুত ভাবে শান্ত ছিলেন তরুণ এক র‌্যাপার। খুন করে একটি র‌্যাপ গান পোস্ট করেছিলেন ইউটিউবে। ১৯ বছরের ওই শিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকার ইন্ডিয়ানার ঘটনা।

Advertisement

গত বছরের ২৫ জুলাই খুন হন ২০ বছরের তরুণ জাথেন ম্যাক্সওয়েল। গুলি করা খুন করা হয়েছিল তাঁকে। মাসের পর মাস ধরে তদন্ত চলে। সম্প্রতি ওই খুনের মামলায় গ্রেফতার হয়েছেন ১৯ বছরের ক্যামেরন কিজ়ার।

পেশায় র‌্যাপার ক্যামেরন জাথেনের খুনের দিনই নিজের বাঁধা একটি র‌্যাপগান ইউটিউবে পোস্ট করেছিলেন। গানের শিরোনামও ‘তাৎপর্যপূর্ণ’— ‘হেডশট’। তদন্তকারীরা জানান, সেই গানের কিছু কথাতেও খুনের ইঙ্গিত রয়েছে। ইউটিউবে যে র‌্যাপ পোস্ট করেছিলেন অভিযুক্ত, তার লিরিক হল, ‘‘ওরা যে গন্ডগোল শুরু করেছে, তার শেষ করতে হবে আমাকে। তোমার খারাপ সময় এলে ফোন কোরো ভাই আমাকে।’’

Advertisement

জানা যাচ্ছে, বছর কুড়ির ম্যাক্সওয়েলের সঙ্গে গন্ডগোলে জড়িয়েছিলেন কাইজ়ার। এ নিয়ে সমাজমাধ্যমে ম্যাক্সওয়েলকে হুমকি দিয়েছিলেন ওই র‌্যাপার। গ্রেফতারির পরে কাইজ়ার স্বীকার করেছেন খুনের আগের দিনেও একটি গন্ডগোল হয়েছিল ম্যাক্সওয়েলের সঙ্গে। প্রমাণ হিসাবে ইনস্টাগ্রামের দুটি পোস্ট এবং বার্তা আদালতে পেশ করেছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement